সুযোগ নেয়ায় ভারতে জরিমানার মুখে গুগল
ভারতে আবারও জরিমানার মুখে পড়ল গুগল। অসম প্রতিযোগিতার দায়ে দেশটির কমপিটিশন কমিশন ৯০০ কোটি রুপি জরিমানা ধার্য করে। বাজারে নিজেদের আধিপত্যের সুযোগ নিয়ে প্রতিযোগিতায় অন্যদের টিকতে দেয় না বলে অভিযোগ গুগলের বিরুদ্ধে। খবর বিবিসির। জরিমানা তো করেছেই, পাশাপাশি অ্যাপ নির্মাতাদের পেমেন্ট পরিষেবা…